জয়পুরহাটের কালাইয়ে মেসার্স মা ইলেকট্রনিক্সের আয়োজনে ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে র...
জয়পুরহাটের কালাইয়ে মেসার্স মা ইলেকট্রনিক্সের আয়োজনে ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত পাঁচশিরা বাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুরুব্বি মুরুব্বি হিন্দা ক্রিকেট একাদশ টিম ফয়সাল ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু ইউসুফ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
ধারাভাষ্যকার রাসেল আল রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ, এমইউপিএল ২০২৫ কমিটির সভাপতি এনামুল হক।
উল্লেখ্য ৮ টি টিমের অংশগ্রহণে ফাইনালে চ্যাম্পিয়ন টিম পেয়েছেন একটি ট্রফি ও বড় ছাগল, রানার্সআপ টিম পেয়েছেন একটি ট্রফি ও ছোট ছাগল।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই