জয়পুরহাটের ক্ষেতলালে ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরব থাকার প্রতিবাদে বিক্...
জয়পুরহাটের ক্ষেতলালে ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরব থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) মাগরিব নামাজের পর উপজেলার মামুদপুর চৌমুহনী বাজার এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন মাথায় একত্র হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আব্বাস আলী, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ বাবু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়হান আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বায়েজিদ মাহমুদ, চৌমুহনী বাজার দুই মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা।
আব্বাস আলী বলেন, জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আবু হাসান।
কোন মন্তব্য নেই