অতিদরিদ্র ও প্রতিবন্ধীদের আত্মকর্মস্থান সৃষ্টিসহ তাঁদের টেকসই উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে ২টি করে মোট ৩০টি উন্নত ...
অতিদরিদ্র ও প্রতিবন্ধীদের আত্মকর্মস্থান সৃষ্টিসহ তাঁদের টেকসই উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে ২টি করে মোট ৩০টি উন্নত জাতের ছাগল, ছাগলের খাবার (ভুষি) ও একটি করে আম গাছের চারা বিনামূল্যে দেওয়া হয়েছে। জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামে মঙ্গলবার দুপুরে 'বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে'র অর্থায়নে 'তেলাবদুল মানব কল্যাণ কর্মসূচী' সংস্থার উদ্যোগে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি আব্দুর রউফ মোল্লা। সংস্থা নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায়। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই