Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামের আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার করেছে র‌্যাব। জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর...

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামের আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার করেছে র‌্যাব। জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তাঁকে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া বেহেস্তী রহমান ঈদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর পিতা এসএম সোলায়মান আলী জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে সময় একসঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তাঁরা।  একই সময়ে বেহেস্তী রহমান ঈদ অন্যান্য মেয়েদের সঙ্গেও প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি ফাঁস হওয়ার পরে দু'জনের সম্পর্কে ছেদ পড়ে। তাঁদের যোগাযোগও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় চলতি বছরের গত ৫ জানুয়ারি ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে কিছুদিন আগে ওই মেয়েকে ফোন দিয়ে তাঁকে বেহেস্তী রহমান ঈদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়। সেই সাথে তাঁকে (মেয়েটিকে) স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতেও বলা হয়। কিন্তু ওই মেয়েটি তাতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে যায় বেহেস্তী রহমান ঈদ। ফলে গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই মেয়েটি বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন৷ ওই মামলায় গ্রেপ্তার করা হয় বেহেস্তী রহমান ঈদকে।

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place