জয়পুরহাট সদর উপজেলার বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি জুলহাস (৩২) এবং কাজল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দ...
জয়পুরহাট সদর উপজেলার বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি জুলহাস (৩২) এবং কাজল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া জুলহাস জয়পুরহাট সদরের আরাফাত নগর মহল্লার মৃত শাহাজাহানের ছেলে এবং কাজল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কোড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই