জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ ২ জন গুরুতর আহত...
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার পুনট বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই যাত্রী হলেন, কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।
আহতরা হলেন, কালাই উপজেলার ভূগোইল গ্রামের
ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ , বুরাইল গ্রামের আশরাফ আলী।
(ওসি) জাহিদ হোসেন জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন। আহত হন ভ্যান চালকসহ দুই যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এটিএম সেলিম সরোয়ার শিপন।
কোন মন্তব্য নেই