Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে পিতার হত্যাকারী পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ

জয়পুরহাটের কালাই থানা পুলিশ অভিযান চালিয়ে পিতা রজ্জব আলীকে (৬০) হত্যা করার অপরাধে পুত্র শাহীন মণ্ডলকে (৩৮) গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে  জ...

জয়পুরহাটের কালাই থানা পুলিশ অভিযান চালিয়ে পিতা রজ্জব আলীকে (৬০) হত্যা করার অপরাধে পুত্র শাহীন মণ্ডলকে (৩৮) গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে  জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

পুলিশ সুপার মুহম্মদ আবদুল জানান, জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রজ্জব আলী ছিলেন পেশায় একজন ভ্যান চালক ও পুকুরের পাহারাদার। গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রাতের খাবার খান। এরপর তিনি ওই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিমপাড়ায় অবস্থিত বড়পুকুরটি  পাহারা দিতে বাড়ি থেকে চলে যান। পরের দিন ২২ ডিসেম্বর সকালে ওই বড়পুকুরের পানি থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। এতে পরিবারের সদস্যদের ধারণা হয়,  এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তাই ওই দিন বিকেলে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। সম্প্রতি ভিকটিম রজ্জব আলীর ময়না তদন্তের রিপোর্টের মাধ্যমে পুলিশ জানতে পারেন- এটা কোন দুর্ঘটনার মৃত্যু নয়। বরং এটি একটি  হত্যাকাণ্ড। বিষয়টি ভিকটিমের (রজ্জব আলী) স্ত্রী জামেনা বেগমকে জানানো হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জামেনা বেগম বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমের (রজ্জব আলী) হত্যাকারী ও তাঁরই পুত্র আসামী শাহীন মণ্ডলকে বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল শুক্রবার বিকেলে তাঁকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকার করে জবানবন্দি দেন। মামলাটি তদন্তাধীন আছে বলেও এসপি মুহম্মদ আব্দুল ওহাব জানান। 

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place