ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা , জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জয়পুরহাট শাখার নেতৃব...
ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা , জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জয়পুরহাট শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সিনিয়র সহসভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, 'ইট ভাটার মালিকরা কাস্টমস, ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে থাকে সরকারি কোষাগারে। এ জন্য ইট ভাটার মালিকদের ব্যাংক ঋণ বা দায়দেনা করতে হয়। এছাড়াও ইট ভাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রমিকদের অগ্রিম ছয় মাসের টাকা পরিশোধ করা হয়েছে। এ অবস্থায়, ইট ভাটাগুলো বন্ধ করা হলে- বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে ভাটার মালিক ও শ্রমিকেরা। তাই ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন করা হবে।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই