জয়পুরহাটের কালাইয়ে মুক্তিযুদ্ধের বইপাড়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পুনট 'আব্দুল লতিফ স্মৃতি পাঠাগার' এ কর্মস...
জয়পুরহাটের কালাইয়ে মুক্তিযুদ্ধের বইপাড়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পুনট 'আব্দুল লতিফ স্মৃতি পাঠাগার' এ কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ও সংস্কৃতিজন আব্দুল মজিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, কণ্ঠশিল্পী মশিউল আজম মন্টু চৌধুরী এবং পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আজিজার রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, 'আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারে' প্রায় দেড় হাজার বই আছে। বইগুলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উদ্দেশ্য, শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে তাদের বইমুখী করা।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই