জয়পুরহাটের কালাইয়ে আলুর ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ছয় শতাধিক কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস কর্মসূচি হয়েছে। সোমবার বিকালে কালাই পৌরসভার মোলামগাড়ী সড়...
জয়পুরহাটের কালাইয়ে আলুর ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ছয় শতাধিক কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস কর্মসূচি হয়েছে। সোমবার বিকালে কালাই পৌরসভার মোলামগাড়ী সড়কের টেকনিক্যাল কলেজের সামনে আলুর ফসলের মাঠে ব্রাক সিড অ্যান্ড এগ্রো লিমিটেড এ আয়োজন করে।
ক্ষেতলাল সিড অ্যান্ড এগ্রো এন্টার প্রাইজের (প্রো) শাহজাহান তালুকদারের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন (এজিএম) ব্রাক কৃষিবিদ এস এ মনসুর লিয়ন, ব্রাক সিড প্রধান কার্যালয় (আর এস এম) বগুড়া অঞ্চল মানিক রাহা, ব্রাকের সিড ডিলার সারফুল ইসলাম, ব্রাকের (সি এস ও) জহুরুল ইসলাম ও পরিচালনা করেন, মেসার্স নিশাত ট্রেডার্স এন্ড বীজ ভান্ডার মো. মনোয়ার হোসেন।
এ সময় বক্তরা বলেন, ব্রাকের আলু বীজ রোপণ করে কৃষকরা প্রতি বিঘায় আলু উৎপাদন করেছেন ১২০ থেকে ১৪০ মণ। আগামীতে আলু চাষ করে কৃষকরা যেন আরো লাভবান হতে পারেন সেজন্য বীজ সংগ্রহ, রোপণ ও পরিচর্যার নানা কৌশল তুলে ধরা হয় মাঠ দিবস কর্মসূচিতে। এ সময় কৃষকদের সামনে ব্র্যাকের এস্টোরিক (স্টিক) জাতের আলুর পাশাপাশি সানসাইন সেভেন জাতের আলু নিয়ে বিভিন্ন গুনগতমান ও দিকনির্দেশনা নিয়ে কৃষকদের নিয়ে আলোচনা করেন।
এটিএম সেলিম সরোয়ার।
কোন মন্তব্য নেই