Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছ...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ' এ দেশের মানুষ আশা করেছিল, অন্তর্বর্তী সরকারের আমলে মানুষ ন্যায় বিচার পাবে।  জালিম হাসিনা সরকারের শাসন আমলে যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে তাঁরা মুক্তি পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেখ হাসিনার পতনের পর, ফাঁসির আসামিসহ অনেকেই ইতোমধ্যে মুক্তি পেয়েছে। কেবল জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। এজন্য দেশবাসী বিস্মিত ও হতবাক। তাই অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের জোর দাবি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে জনগণের আস্থা অর্জন করুন।'

মো. আতাউর রহমান।


 

কোন মন্তব্য নেই

Ads Place