পহেলা ফাল্গুনে আসে ঋতুরাজ বসন্ত। পাতাঝরা বৃক্ষে একটু একটু ডানা মেলছে নতুন পাতা। বসন্তের আগমনীতে শুধু প্রকৃতি নয়, শীতের জড়তা ভেঙে মানুষও সেজে...
পহেলা ফাল্গুনে আসে ঋতুরাজ বসন্ত। পাতাঝরা বৃক্ষে একটু একটু ডানা মেলছে নতুন পাতা। বসন্তের আগমনীতে শুধু প্রকৃতি নয়, শীতের জড়তা ভেঙে মানুষও সেজে উঠে প্রকৃতির সঙ্গে। সেই সাজে ঋতুরাজ বসন্তকে নাচ, গান ও কবিতার মধ্যে দিয়ে বরণ করলো কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার দিনব্যাপী বসন্তবরণ উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
এসময় জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, সমীর কুমার কুন্ডু, সুজাউল ইসলাম, হাজেরা শিরিন, শাহাদত হোসেন, মোরশেদা খাতুন, বিদ্যুৎ কুমার মন্ডল, এনামুল হকসহ আরো অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।
উৎসব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন ঐশী রানী দৃষ্টি, প্রাপ্তি, মৌমিতা, রাতু, মুনিরা, রাইসাসহ আরো অনেকে।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই