Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে রঙিন ফুলকপি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে উচ্চফলনশীল রঙিন ফুলকপি চাষের উপর মাঠ দিবস। কৃষকদের এই ফুলকপি চাষে উদ্বুদ্ধ করতে সোমবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ...

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে উচ্চফলনশীল রঙিন ফুলকপি চাষের উপর মাঠ দিবস। কৃষকদের এই ফুলকপি চাষে উদ্বুদ্ধ করতে সোমবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার নারায়ণ পাড়াতে 'পিকেএসএফ' এর আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা জেআরডিএম ওই মাঠ দিবসের আয়োজন করে।

'জেআরডিএম' এর কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিবের সভাপতিত্বে ওই মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ। আরও বক্তব্য দেন 'জেআরডিএম' এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা ইমনা পারভিন টুম্পা, রঙিন ফুলকপি চাষী  মনোয়ার হোসেন প্রমুখ।

কৃষক মনোয়ার হোসেন জানান, এ বছর তিনি 'জেআরডিএম' থেকে ৮০০ টি রঙিন ফুলকপির চারা এবং প্রয়োজনীয় জৈব সার ও বালাইনাশক সহায়তা পেয়ে ১০ শতক জমিতে চারা রোপণ করেন।  প্রতিটি ফুলকপির গড় মূল্য ২২ টাকা হিসেবে এখন সেগুলোর বাজার মূল্য ১৮ হাজার টাকা।  রঙিন ফুলকপিগুলো দেখতে সুন্দর হওয়ায় বিক্রয় হচ্ছে ভালো।  লাভও থাকছে ভালো। তাই নতুন কৃষকদের মাঝে এই রঙিন ফুলকপি চাষের আগ্রহ দিন দিন বাড়ছে ।

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, রঙিন ফুলকপিগুলো  উচ্চ ফলনশীল এবং আগাম জাতের। এগুলো অনেক পুষ্টিকর ও এন্টিক্যান্সার উপাদান সমৃদ্ধ। আগাম জাতের এ উন্নত সবজি চাষে কৃষকদের যে কোন সহযোগিতা ও পরামর্শ দিবে কৃষি বিভাগ। 

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place