Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হিলি স্থলবন্দরে আমদানি বেড়েছে ছোলা, কিসমিস সহ বিভিন্ন ডাল

রমজান উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে কিসমিস, ছোলাবুটসহ বিভিন্ন জাতের ডালের আমদানি। দেশের বাজারে এসব নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখ...

রমজান উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে কিসমিস, ছোলাবুটসহ বিভিন্ন জাতের ডালের আমদানি। দেশের বাজারে এসব নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বেশি আমদানি করছে ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার কিছুটা দাম বেশি বলছেন, পণ্য কিনতে আসা পাইকাররা। অন্যদিকে পণ্যগুলো খালাস করতে সব ধরনের সহযোগীতা করছেন হিলি কাস্টমস। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হিলি বন্দর ঘুরে জানা যায়, কিছুদিন পরেই শুরু হবে রমজান মাস। আর তাই এই বন্দর দিয়ে ব্যবসায়িরা রমজান মাসকে সামনে রেখে প্রয়োজনীয় পন্যের আমদানি বাড়িয়ে দিয়েছেন। কিছুদিন আগে ছোলা, খেসারি, মসুর, মুগডাল প্রতিমাসে ২/৪ ট্রাক আমদানি হলেও বর্তমানে প্রতিদিনই আমদানি হচ্ছে এসব পণ্য। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা হিলিতে এসে ডাল, ছোলা, কিচমিচ কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে এই বন্দরে পাইকারী বিক্রি হচ্ছে ছোলাবুট ৯৫ থেকে ১০০ টাকা, খেসারির ডাল ১০০ থেকে ১০২ টাকা, মুগডাল ১১০ টাকা ও মশুরডাল ১২৮-১৩০ কেজি দরে। 

দেশের বিভিন্ন স্থান থেকে এই বন্দরে পণ্য কিনতে আসা পাইকাররা বলেন, গত বছরের তুলনায় এবছর একটু দাম বেশি। যার জন্য দেশের বিভিন্ন স্থানে পণ্য বিক্রি করতে একটু সমস্যা হচ্ছে। তবে আমদানি অব্যাহত থাকায় খুচরা বাজারে কিছুটা দাম কমেছে। রমজান মাস সংযমের মাস। এই সংযমের মাসে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজারদর স্বাভাবিক রাখতে ব্যবসায়িরা আরও বেশি আমদানির পাশাপাশি প্রশাসনও বাজার নিয়ন্ত্রনে কড়া নজরদারি রাখবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষদের। 

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, রমজান মাসে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম স্বাভাবিক থাকে সেই জন্য ডাল, ছোলা, কিচমিচসহ বিভিন্ন পণ্য আমদানি করছেন আমদানিকারকরা। আশা করছি আমদানি অব্যাহত থাকলে দাম স্বাভাবিক থাকবে। 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত ১৮ ভারতীয় ট্রাকে ৩৮০ মেট্রিক টন কিচমিচ, ৫০ ট্রাকে ২ হাজার ৪৫ মেট্রিক টন মসুর ডাল, ২০ ট্রাকে ৮৬০ মেট্রিক টন মুগডাল, ১৩ ট্রাকে ৩৬৫ মেট্রিন টন মাসকালাই, ১০১ ট্রাকে ৩ হাজার ৭৪০ মেট্রিক টন খেসারি ডাল ও ১৫ ট্রাকে ৫২০ মেট্রিক টন ছোলাবুট আমদানি হয়েছে। এদিকে আমদানি বাড়ায় বন্দরে কর্মরত শ্রমিকদের আয়-রোজগারও বেড়ে গেছে। 

তিনি আরও বলেন, হিলি শুল্ক স্টেশন দিয়ে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিশেষ করে ছোলা, খেসারি ডাল, কিচমিচ মুগডাল আমদানি পূর্বের তুলনায় বেড়েছে। পণ্যগুলো ভারত থেকে বন্দরে আসার পর কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সাথে শুল্কায়ন করে থাকে। 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place