Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

'ক্ষমতায় থেকে দল গঠন করলে মানুষ পিঠের চামড়া তুলে নেবে' হারুন অর রশিদ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন অর রশিদ বলেছেন, 'ক্ষমতায় থেকে  দল গঠন করলে মানুষ আপনাদের পিঠের চামড়া তুলে নেবে। রাজনৈতি...

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন অর রশিদ বলেছেন, 'ক্ষমতায় থেকে  দল গঠন করলে মানুষ আপনাদের পিঠের চামড়া তুলে নেবে। রাজনৈতিক দল গঠন করতে চাইলে, ক্ষমতা ছেড়ে দিয়ে মাঠে আসুন। আমরা অভিনন্দন ও  স্বাগতম জানাব। আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে যে   রাজনৈতিক দল গঠনের পাঁয়তারা করছেন- এদেশের জনগণ তা কোনভাবেই মেনে নেবে না। এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে। নতুন করে সংকট তৈরি হবে। স্থিতিশীলতা নষ্ট হবে। 

তিনি বলেন, ’আপনি ৮ আগস্টের পরে ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কোন পথ যদি ধরেন তাহলে জনগণ আপনাকে ছাড় দিবেনা। যে বিতর্ক আপনি ইতোমধ্যে জন্ম দিয়েছেন,  ক্ষমতায় আসার ছয় মাস পরে আপনি কেন  আয়না ঘর পরিদর্শনে গেলেন? আলামত কে নষ্ট করলো? যাঁরা আয়না ঘর তৈরি করে এ দেশের নিরীহ, নিরপরাধ মানুষকে জুলুম করেছে, হত্যা করেছে ওই আয়না ঘরে নিয়ে-তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না; আপনাকে সে জবাব দিতে হবে।'

শনিবার (২২ ফেব্রুয়ারি) জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, 'শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ শেখ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে- এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবেনা। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোন পার্থক্য নেই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা করে,গুম করি বিচারবহির্ভূত শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছিল। তাঁর কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে, চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল। শেখ হাসিনা শাসন আমলে এদেশের সর্ব শ্রেণির মানুষ যুলুম এবং নির্যাতনের স্বীকার হয়েছিল। আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেননা, ধ্বংস করেন। শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। '

 হারুনুর রশিদ বলেন, আপনি কিসের সংস্কার করতে চান, শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে-  ততবারই বিএনপি কত ক্ষমতায় এসেছে। '

তিনি বলেন, 'আওয়ামী লীগের দোসরা গত ১৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকেছে। জনগণের সাথে ভোটের নামে তামাশা করেছে, প্রতারণা করেছে। যে সমস্ত পুলিশ এবং প্রশাসনের লোকেরা এই তামাশার নির্বাচনে সহায়তা করেছে- তাঁদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আপনি সিন্ডিকেট ভাঙতে পারেননি।'

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে হারুনুর রশিদ বলেন,' আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। কে আপনাদেরকে এ দায়িত্ব দিয়েছেন? জামায়াত একটি রাজনৈতিক দল- তার কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা হবেই। জামায়াত নিয়ে কথা বললেই আমি আলেম বিদ্বেষী হয়ে গেলাম? তাফসিরের নামে আপনারা চাঁদা তোলেন। তাফসির মাহফিলে তারা অনর্থক, অনুমান নির্ভর কথা বলেন - তাতে দোষ নেই। এটা ভণ্ডামি। আমরা দলীয় সভা সমাবেশের জন্য এটা কর্মীদের কাছ থেকে টাকা তুললে, সেটা হয় চাঁদা। জাতীয় নির্বাচন হতে দিলে গোটা রাজশাহীতে আপনারা একটি আসনও পাবেননা- একথা আমি জোর দিয়ে বলতে পারি।'

সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব প্রমুখ।

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place