জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার রাত ১১ টার দিকে দুর্বৃত্তের দেওয়া আগুনে দলীয় কার্যালয়স...
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার রাত ১১ টার দিকে দুর্বৃত্তের দেওয়া আগুনে দলীয় কার্যালয়সহ দুটি দোকানের ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় আরও ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বিভাগ।
এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩ টার দিকে ১৪৪ ধারার মধ্যেই পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন। এরপর ১৪৪ ধারার মধ্যেই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা, লাঠিসোঁটা নিয়ে রাস্তায় মিছিল বের করেন তার অনুসারী নেতাকর্মীরা। এরপর তাঁরা পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান এলানের দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও আগুন দেয়। এরই জেরে রোববার রাত ১১ টার দিকে আবারও ওই দলীয় কার্যালয়সহ আরও দুটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি দোকানের মধ্যে একটিতে ছিল সার, কীটনাশক ওষুধ, চটের বস্তা এবং হোন্ডা ব্র্যান্ডের লিভো (১১০ সিসি) একটি মোটর সাইকেল। এ দোকানের মালিক মিজানুর রহমান। অপর দোকানটি ছিলো ইলেকট্রিকের দোকান। এর মালিকের নাম মো. রুবেল। উল্লেখ্য, মিজানুর রহমান এবং মো. রুবেল পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান এলানেরই আপন ভাই।
মিজানুর রহমানের দাবি, দোকানে আগুন দেওয়ার ঘটনায় তাঁর ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পরে বুঝে শুনে, একটি জিডি করা হবে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন বলেন, 'রোববার রাত সাড়ে ১১ টার দিকে পুনট বাজারে অগ্নি কাণ্ডের খবর পেয়ে আমরা সাথে সাথেই রওয়ানা দেই। ঘটনা স্থলে পৌঁছি রাত ১২ টার দিকে। এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সোমবার সকাল সাড়ে দশটার দিকে জয়পুরহাট সদরের পুলিশ সার্কেল মো. আরিফুর রহমানসহ আবারও আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। '
কালাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার রাত সোয়া ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছি। এরপর পুলিশ এবং স্থানীয় লোকজনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ অগ্নি কাণ্ডের ঘটনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। ওই সময়ে আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করাও হয়েছে।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই