জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার সকাল ৯ টায় জেলার কালাই সরকারি ময়েন উদ্দীন সরকারি...
জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার সকাল ৯ টায় জেলার কালাই সরকারি ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। বিকেল ৫ টা পর্যন্ত দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র।
আয়োজকা জানান, শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা এক হাজারের অধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষাসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেছেন তাঁরা হলেন-
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আসাদুজ্জামান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আক্তার (লীনা), জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. জুবাইর মো. আল ফয়সাল, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মো. শাহীন রেজা, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শামীমা সুলতানা, গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বিপাশা রাজিব, মেরুদণ্ড, হারজোড় ও বাতব্যথা বিশেষজ্ঞ এবং সার্জন ডা. আশিক আহমেদ জেবাল (বাপ্পী), হৃদরোগ বিশেষজ্ঞ শাহরিয়ার পার্থ, ডায়াবেটিস ও হরমন বিশেষজ্ঞ জাকারিয়া জালাল এবং কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ নাজনিন ডেইজি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগী জেলার কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের আছিয়া বেগম জানান, তিনি হাড় ক্ষয় জনিত রোগে আক্রান্ত। হাটু ব্যথার কারণে ঠিক মতো কাজকর্ম করতে পারেননা।অর্থের অভাবে ভালো চিকিৎসক দেখাতে পারেননি। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও ব্যবস্থাপত্র পেয়ে তিনি খুব খুশি।
কালাই পৌরসভার শাহনাজ পারভীন তাঁর অটিস্টিক শিশু ১১ বছর বয়সী তাসীনকে নিয়ে এসেছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্পে। তিনি জানান, ছেলেকে ৮ বছর ধরে জয়পুরহাট, বগুড়া এবং ঢাকায় নিয়ে গিয়ে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। নিজ এলাকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সচরাচর পাওয়া যায়না। ব্যয় বহুল হওয়ায় সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়াও যায়না। বিনামূল্যে নিউরো মেডিসিন বিশেষজ্ঞের চিকিৎসা ও ব্যবস্থাপত্র পেয়ে উপকৃত হয়েছি। এ করম মহৎ উদ্যোগ বছরে দুতিন বার আয়োজন করা হলে অনেকে উপকৃত হতে পারতেন।
কালাই প্রেসক্লাবের সভাপতি এ টি এম সেলিম সরোয়ার এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার জানান, অর্থ অভাবে যাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন না, বিনামূল্যে তাঁদের সেবা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। এক্ষেত্রে তাঁরা জনগণের কাছ থেকে বেশ সারা পেয়েছেন। এক হাজারেরও বেশি রোগীকে ১০ বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দিয়েছেন। এছাড়াও বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষাসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে দুশোরও বেশি লোকের। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার ইচ্ছে আছে তাঁদের।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ' এ উপজেলায় চিকিৎসা ব্যবস্থার মান যথেষ্ট ভালো। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। একথা বলার অপেক্ষা রাখেনা। তাই আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই