জয়পুরহাটে নিজ বাসা থেকে এক তরুণ পোশাক ব্যবসায়ীর ঝু*ল*ন্ত ম র দে হ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল দশটায় শহরের আরাফাত নগরের নিজ বাসার শো...
জয়পুরহাটে নিজ বাসা থেকে এক তরুণ পোশাক ব্যবসায়ীর ঝু*ল*ন্ত ম র দে হ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল দশটায় শহরের আরাফাত নগরের নিজ বাসার শোবার ঘরে সেলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝু*ল*ন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। তবে আ ত্ম হ ত্যা র কারণ এখনো জানা যায়নি।
নি হ ত তরুণ পোশাক ব্যবসায়ী হলেন ওয়াকিল আহাম্মেদ অনিক (৩২)। তিনি মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের একমাত্র ছেল। শহরের প্রধান সড়কের স্বাক্ষর প্লাস নামে পোশাকের একটি দোকান রয়েছে তার। তিনি বিবাহিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তিনি ব্যবসার পাশাপাশি বাবার পরিবহন ব্যবসাও দেখভাল করতেন। আত্মগোপনে থাকার পর মোটরশ্রমিক নেতা রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের আরাফাত নগরের বাসায় আসেন। ছেলে অনিক নিজে এসে বাসার দরজা খুলে দিয়েছিলেন। আজ বুধবার সকাল দশটার গৃহপরিচারিকা বাসায় এসে অনিকের ঘরে গিয়ে ডাকাডাকি করলেও তিনি ঘর থেকে বের হচ্ছিলেন না। তখন গৃহপরিচারিকা দরজা খোলা দেখে ঘরে ঢুকে অনিককে ঝু ল ন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। অনিকের বাবা ও বাসার ভাড়াটিয়ারা ছুটে আসেন। সেলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লা শ নামানো হয়।
এদিন বেলা ১১টায় গিয়ে দেখা যায়, ওয়াকিল আহাম্মেদ অনিকের ম র দে হ পাশের একটি বাসার বারান্দায় রাখা হয়েছে। লা শে র গলায় কালচে দাগ রয়েছে।
প্রতিবেশী এক তরুণ বলেন, ‘অনিক ভাই খুব ভাল মানুষ ছিলেন। তিনি কেন আ*ত্ম*হ*ত্যা করলেন, তা ভেবে পাচ্ছি না। আত্মগোপনে থাকার পর মঙ্গলবার রাতে অনিক ভাইয়ের বাবা রফিকুল ইসলাম চাচা নিজ বাসায় এসেছেন। অনিক ভাই রাতে বাসার দরজা খুলে দিয়েছিলেন। বুধবার সকালে অনিক ভাইয়ের নি থ র দেহ দেখতে হবে, তা কখনো ভাবতে পারিনি।’
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন দুপুর সোয়া বারোটায় বলেন, ‘মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে ওয়াকিল আহাম্মেদ আ*ত্ম*হ*ত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে এসেছি। লা শটি ময়না তদন্ত না করতে পরিবারের সদস্যরা আপত্তি জানিয়েছেন। আ*ত্ম*হ*ত্যার কারণ জানা যায়নি।’
কোন মন্তব্য নেই