জয়পুরহাটে অভিযান চালিয়ে একটি অবৈধ ইট ভাটার মালিককে দুলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল ...
জয়পুরহাটে অভিযান চালিয়ে একটি অবৈধ ইট ভাটার মালিককে দুলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল এলাকার 'মেসার্স এআর ব্রিকস' নামের ইটভাটায় এ জরিমানা আদায় হয়।
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
জানা গেছে, জেলায় ৪৭টি ইট ভাটা রয়েছে। তারমধ্যে ৩০টি ইট ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। এসবের মধ্যে ৯টি ভাটার লাইনেন্স জেলা প্রশাসন দিয়েছে। আরও দুটির লাইসেন্স প্রক্রিয়া চলমান আছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ওই ইট ভাটার মালি আবু রায়হানকে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই