দিনাজপুরের হাকিমপুর হিলিতে খেলার সময় মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারিয়া আক্তার ফারহা নামের এক চার বছর বয়সী মেয়ে শিশুর মর্মান্তিক মৃত...
দিনাজপুরের হাকিমপুর হিলিতে খেলার সময় মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারিয়া আক্তার ফারহা নামের এক চার বছর বয়সী মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারহা ওই গ্রামের মিন্টু রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু মারিয়া আক্তার ফারহা বাড়ির পাশে গলীর রাস্তায় বন্ধু বান্ধবীর সাথে খেলার সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে অতিক্রম করে যায়।
এসময় সামনে বিপরীত দিক থেকে আরো একটি ট্রাক্টর গলীর রাস্তায় প্রবেশ করলে ওই ট্রাক্টর চালক বেগ গিয়ার দিয়ে পিছনে আসতে থাকে। এসময় শিশু মারিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে গরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই