'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা। সোমবার সকাল ১১টায় উপজ...
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কালাই পৌরসভা এলাকার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান। এ সময় বক্তব্য দেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদ নাজনীন ডেইজি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই থানার সমন্বয়ক মোস্তাক আহম্মেদ রাতুল প্রমুখ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই