'ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ...
'ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন একাদশ ও রানার্সআপ হাকিমপুর পৌরসভা একাদশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠেতারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব১৭ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
খেলায় উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন অংশ গ্রহণ করে। পরে ফাইনালে উঠেন খট্রামাধবপাড়া ইউনিয়ন ও হাকিমপুর হিলি পৌরসভা।
একই দিন বিকেলে খট্রামাধবপাড়া ইউনিয়ন একাদশ ও হাকিমপুর হিলি পৌরসভা একাদশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে খেলা সমতা থাকায় ট্রাইবেকারে খট্রামাধবপাড়া ইউনিয়ন একাদশ হাকিমপুর হিলি পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং হাকিমপুর হিলি পৌরসভা রানার্সআপ হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে অতিথি বৃন্দ। এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোল রক্ষক কে পুরস্কার দেওয়া হয়।
খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, পৌরসভার ইন্জিনিয়ার মোঃ হাবিব, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক জাতীয় দলের ফুটবলার তিতুমীর চৌধুরী টিটু, সাবেক ফুটবলার গোলজার হোসেন, জিন্নাহ, রুহুল আমিন, আরশেদ আলী, ইয়াছিন, বাবু মিয়া, আব্দুল মালেক মন্ডল সহ আরও অনেকে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই