Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধন

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে জয়পুরহাটের কালাইয়ে দুদিন ব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষ...

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে জয়পুরহাটের কালাইয়ে দুদিন ব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে শুক্রবার বিকেল চার টায় ফিতা কেটে জেলার কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। 

আয়োজক সূত্রে জানা গেছে,  তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত পিঠা ও বই মেলায় ১৭ টি স্টল বসেছে। যার মধ্যে ৯ টি পিঠার এবং ৮ টি বইয়ের স্টল। 

নারী উদ্যোক্তা শিল্পী আক্তার আরিফা বলেন, 'পিঠা মেলায় আমরা ৬৫ রকমের বাহারি পিঠা নিয়ে হাজির হয়েছি। মেলায় পিঠা ভক্তদের বেশ সারা পাচ্ছি। এখানকার ক্রেতারা আগ্রহ নিয়ে পিঠা কিনছেন এবং মজা করে খাচ্ছেন।'

জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক তাজমিনা খাতুন বলেন, 'আমাদের স্টলে ১৮ রকমের পিঠা পাওয়া যাবে। আমাদের বেচাকেনা খুব ভালো হচ্ছে। প্রতি বছর শীতে এ ধরনের আয়োজন বেশি বেশি করা দরকার।'

আব্দুর রশীদ তালুকদার স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক পলি আক্তার বলেন, ' সব ধরণের  পাঠকের চাহিদা মতো আমরা রকমারি বই দিয়ে আমাদের স্টল সাজিয়েছি। বইগুলোর দাম সবার নাগালে রাখা হয়েছে। আশা করছি পাঠকদের কাছ থেকে ভালো সারা পাব।'

নজরুল ইসলাম নামের একজন ক্রেতা তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন। তিনি বলেন, 'সন্তানদের মোবাইলের আসক্তি কমাতে তাঁদেরকে বই মুখী করতে হবে। এতেই তরুণ প্রজন্ম আলোর পথে এগিয়ে যাবে। এই উপলব্ধি থেকেই মেয়েকে সঙ্গে নিয়ে মেলায় এসেছি। ওর জন্য দুশো টাকায় দুটো বইও কিনেছি।'

ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, 

' পিঠাপুলির উৎসব ছাড়া শীতকালটা জমে উঠেনা। এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা  গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আর তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করতেই বই মেলার আয়োজন করা হয়েছে। বইয়ের স্টলে ৩০ পারসেন্ট ডিসকাউন্টে বই পাওয়া যাবে।'

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place