Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কর্মী সম্মেলন সফল করতে হিলিতে জামায়াতের মিছিল

দিনাজপুর জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে দীর্ঘ ১৫ বছর পরে জেলার হাকিমপুর হিলিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে উপজেলা জামায়াতে ইস...

দিনাজপুর জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে দীর্ঘ ১৫ বছর পরে জেলার হাকিমপুর হিলিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে ব্যাপক সারা ফেলেছে দিনাজপুরের ১৩ টি উপজেলায়। প্রচার প্রচারণায় নানা কর্মসূচী পালন করছেন বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াতের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে প্রায় দুই শত মোটরসাইকেল সহ শোভাযাত্রাটি উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে হাকিমপুর সরকারি কলেজ শেষ হয়। পরে পৌর শহরের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় নেতা কর্মীরা জামায়াত আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা, মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুব বিভাগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মফিজুল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাইদুল ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম সহ তিনটি ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের নেতাকর্মী এবং কর্ম পরিষদের সদস্য এতে শতঃস্ফুর্ত অংশ গ্রহণ করেন। 

সংক্ষিপ্ত পথসভায়, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর জালিমেরা জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। যারা জুলুম নির্যাতন করেছে তারাই পালিয়েছে। তাই ৫ আগষ্টের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এ দেশে আর কোন জালিমদের ঠাই হবে। আর কাউকে জুলুম নির্যাতন, টেন্ডারবাজী, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পরিশেষে আগামী ২৫ তারিখে জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি। 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place