জয়পুরহাট জেলার প্রেসক্লাব কালাই এবং জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং দি ডেইলি অবজারভারের কালাই উপজেলা প্রতিন...
জয়পুরহাট জেলার প্রেসক্লাব কালাই এবং জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং দি ডেইলি অবজারভারের কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের পিতা - জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক, কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান তালুকদার (খসরু) আজ বুধবার বেলা দেড়টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল (৬৭) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মাত্রাই বাজার এলাকায় (তাঁর নিজ গ্রামে) নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলম ও টুকু চৌধুরী, প্রেসক্লাব কালাই এবং জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার শিপন, সহসভাপতি কাজী তানভীরুল ইসলাম রিগ্যান, সাধারণ সম্পাদক নাফিউৎজ্জামান তালুকদার ডলার প্রমুখ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই