Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে ভূমি অফিসে অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের তিব্র প্রতিবাদ

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার শহীদুল ইসলাম এবং তার জামাই সুমনের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে খাজনা-খার...

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার শহীদুল ইসলাম এবং তার জামাই সুমনের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে খাজনা-খারিজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে।

তহশিলদারের জামাই সুমন চাকরি না করেও দীর্ঘদিন ধরে শশুরের সাথে ভূমি অফিসে চেয়ার টেবিলে বসে অবৈধভাবে কাজ করেন। টাকা ছাড়া হয়না খারিজ, পার হয়না কোন ফাইল। এমন বিভিন্ন অনিয়মের অভিযোগে ভুক্তভোগীদের সাথে নিয়ে স্থানীয় শিক্ষার্থীরা তিব্র প্রতিবাদ জানায়।

আজ বৃহস্পতিবার সকালে (১৬ই জানুয়ারি) কালাইয়ের একদল শিক্ষার্থী জিন্দারপুর ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে তহশিলদার শহীদুল ইসলামের সঙ্গে স্থানীয়দের অভিযোগের বিষয়ে সরাসরি আলোচনা করেন। তারা অভিযোগগুলোর ব্যাখ্যা চাইলে তহশিলদার কোনো সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন।

পরবর্তীতে শিক্ষার্থীরা কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখার রহমানের সঙ্গে যোগাযোগ করলে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

স্থানীয় জনগণ শিক্ষার্থীদের এ ধরনের সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এ ঘটনা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে সহায়ক হবে।

নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট

 

কোন মন্তব্য নেই

Ads Place