জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র্যাব। সদর উপজেলার ভাদসা এল...
জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র্যাব। সদর উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাাহিম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ইব্রাাহিম কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারী বিক্রি করতেন। গত রাতে সে গাঁজার বড় একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের র্যাব সদস্যরা জয়পুরহাটের ভাদসা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে রাখা ৫৯ কেজি গাঁজাসহ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
ওই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই