ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জয়পুরহাটের কালাই উপজেলার শহীদ পরিবারের সন্তানকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও...
ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জয়পুরহাটের কালাই উপজেলার শহীদ পরিবারের সন্তানকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জুলাই বিপ্লবে শহীদ রিতা আক্তারের ছোট ভাই মো: রোকন ইসলামকে উপজেলার ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে সপ্তম শ্রেণিতে ভর্তি করান।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী আফিসার শামিমা আক্তার জাহান, শহীদ পরিবার, টিচিং এডভাইজার মোঃ শামসুজ্জোহা, সহকারী প্রধান শিক্ষক রহমতুল্লাহ প্রামাণিক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি তানিম সরকার।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের প্রতি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধা, সম্মান ও দায়িত্ববোধ থেকেই শহীদ রিতা আক্তারের ছোট ভাইয়ের পড়াশোনার ব্যবস্থা করেছি। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার বলেন বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ রিতা আক্তারের ছোট ভাই মো: রোকন ইসলাম কে বিনা-বেতনে পড়াশোনা করার সুযোগ দিতে পেরে ওমর স্কুল-কর্তৃপক্ষ গর্বিত।
আব্দুন নূর নাহিদ।
কোন মন্তব্য নেই