Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

আক্কেলপুরে দিনে দুপুরে জানালা ভেঙে চুরি, চারজনকে পিটিয়ে পুলিশে দিল জনতা

জয়পুরহাটের আক্কেলপুরে পৌর শহরে দিনদুপুরে একটি বাসার জানালা ভেঙে চুরি হয়েছে। এ সময় চোর চক্রের চারজন সদস্য হাতেনাতে ধরা পড়লেও চক্রের দুই নারী ...

জয়পুরহাটের আক্কেলপুরে পৌর শহরে দিনদুপুরে একটি বাসার জানালা ভেঙে চুরি হয়েছে। এ সময় চোর চক্রের চারজন সদস্য হাতেনাতে ধরা পড়লেও চক্রের দুই নারী সদস্য চোরাই মালামাল নিয়ে পালিয়েছেন। স্থানীয় জনতা চোর চক্রের ওই চার সদস্যকে পিটুনি দিয়ে থানা-পুলিশে দিয়েছেন।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে আক্কেলপুর রেলস্টেশনসংলগ্ন হাস্তাবসন্তপুর মহল্লার পালপাড়া এলাকার শিক্ষক সেলিম হোসেনের বাসায় এ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আহত চোর চক্রের চার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। বিকেল সাড়ে চারটার দিকে ওই চারজনকে হাসপাতাল থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান আহত চারজনকে জরুরি বিভাগে এনেছিলেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন নওগাঁর কাঁঠালতলী এলাকার মো. আবুলের ছেলে হৃদয় হোসেন (২০), বগুড়ার আদমদীঘির সান্তাহার লকু কলোনির মো. সামছুদ্দিনের ছেলে ফরহাদ হোসেন (৪৫), সান্তাহার দীঘিরপাড় এলাকার খলিলুর রহমানের ছেলে সুমন হাসান (৩০) এবং বগুড়ার আদমদীঘির হালহালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে কাজী নজরুল ইসলাম ওরফে দুখু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে সেলিম হোসেন তাঁর বাসায় ছিলেন না। বেলা আড়াইটার দিকে তাঁর বাসার পেছনের জানালা এক ব্যক্তিকে ভেতরে ঢুকতে দেখেন পাশের বাড়ির এরফান হোসেন। তিনি তাঁর আরেক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে সেলিম হোসেনের বাসার জানালায় এসে ভেতরে দুজনকে দেখতে পান। এরপর তাঁরা লোকজন ডেকে নিয়ে বাসার ভেতর থেকে ওই দুজনকে ধরে ফেলেন। ওই দুজন নিজেদের চোর চক্রের সদস্য বলে স্বীকার করেন। তাঁদের চক্রের দুই নারী ও দুই পুরুষ সদস্য এই বাসার আলমারি ড্রয়ার ভেঙে টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড় নিয়ে চলে গেছেন বলে তাঁরা জানান। পরে তাঁদের দুজনকে সঙ্গে নিয়ে রেলস্টেশনে এসে এই চক্রের আরও দুই পুরুষ সদস্যকে লোকজন ধরে ফেলেন। তবে টের পেয়ে চক্রের দুই নারী সদস্য চোরাই মালামাল নিয়ে ট্রেনে চড়ে দ্রুত পালিয়ে যান।

উত্তেজিত লোকজন চোর চক্রের আটক চার সদস্যকে পিটুনি দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ওই চারজনকে উদ্ধার করে।

বাসার ভেতর থেকে আটক দুজনকে সঙ্গে নিয়ে রেলস্টেশনে গিয়ে ওই চোর চক্রের আরও দুই পুরুষ সদস্যকে জনতা ধরে ফেলেন।

ভুক্তভোগী গৃহকর্তা সেলিম হোসেন বলেন, ‘আমি দুপুরে বাইরে ছিলাম। আমার বাসার পেছনের জানালা ভেঙে চোরেরা ভেতরে ঢুকে আলমারি থেকে দেড় ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকা ও কাপড়চোপড় নিয়েছে। প্রতিবেশীরা একজনকে আমার বাসার জানালা দিয়ে বের হতে দেখতে পান। তাঁরা এসে বাড়ির ভেতরে দুজন চোরকে ধরে ফেলেন। এরপর আরও দুজন ধরা হয়। তবে চক্রের দুই নারী সদস্য ব্যাগে করে চোরাই মালামাল নিয়ে ট্রেনে চড়ে পালিয়ে গেছেন।’

হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা মোমিনুল ইসলাম বলেন, ‘দিনদুপুরে জানালা ভেঙে বাসায় ঢোকে চুরির ঘটনায় হতবাক হয়েছি। ইদানীং প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম  বলেন, দিনের বেলায় চুরি করার সময় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

রবিউল ইসলাম রুবেল।

 

কোন মন্তব্য নেই

Ads Place