দিনাজপুরের বিরামপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়ের কাজ করছেন বিরামপুর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৫ ই অক্টোবর) মঙ্গলবার ...
দিনাজপুরের বিরামপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়ের কাজ করছেন বিরামপুর উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৫ ই অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পৌরশহরের নতুন বাজার এলাকায় বাজার পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ও থানা পুলিশের সদস্যেদের উপস্থিতিত ছিলেন।
উপজেলা প্রশাসন বিভিন্ন কাঁচাপণ্যসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারগুলো মনিটরিং করেন।
এসময় কাঁচাবাজার, মাছ বাজার, মুদি দোকানসহ কয়েকটি দোকানে মূল্যতালিকা পর্যবেক্ষণ করেন তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন ব্যবসায়ী দের উদ্দেশ্যে বলেন, আপনারা অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলবেন না। এতে করে কয়েকজন ব্যবসায়ী লাভবান হলেও অনেক মানুষ বিব্রত বোধ করে। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে। আদেশ না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো: নয়ন হাসান/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই