দিনাজপুরের বিরামপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আজ রবিবার দিনাজপুর পুলিশ কোর্টে...
দিনাজপুরের বিরামপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আজ রবিবার দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার মাসুদ রানা বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর এলাকার মৃত: আনছার আলীর ছেলে। সে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর বিরামপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ এবং ৫০০থেকে ৬০০শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এজাহারে নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শনিবার দিবাগত রাতে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নাশতকতার মামলায় আটক দেখিয়ে মাসুদ রানাকে রবিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মো: নয়ন হাসান।
কোন মন্তব্য নেই