বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১ টা থেকে দ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসব কর্মসূচী পালন করে জেলা যুব দলের বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীরা।
দিনের শুরুতেই জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুস্প অর্পন করেন নেতারা। এরপর শহীদ ডা: আবুল কাশেম ময়দানে গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বী, রেজভী আহম্মেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজীব, আবু বকর সিদ্দিক বাবু, রনি, ফাহাদ, মোমিন, রেজা, পলাশ, জিল্লুর, সোহাগ, ফজল, ওলিউজ্জামান সেলিম, লিটন, সাজ্জাদ, রনি-২, নাহিদ,মেুমিন, সোহেল, শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শাহিদুল ইসলাম সবুজ।
কোন মন্তব্য নেই