জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে জেলার ১১০জন এসিআই সীডের বীজ ব্যবসায়ীদের নিয়ে বিজনেস পার্টনার মিট। বুধবার দুপুরে জেলা শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সে...
জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে জেলার ১১০জন এসিআই সীডের বীজ ব্যবসায়ীদের নিয়ে বিজনেস পার্টনার মিট। বুধবার দুপুরে জেলা শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সদরের মেসার্স রাকিব ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম রব্বানী। অনুষ্ঠানে এসিআই সীডের বগুড়া অঞ্চলের এরিয়া সেলস ম্যানেজার নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন এসিআই সীডের বিজেনস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ। এ সময় আরও বক্তব্য দেন এসিআই সীডের চীফ মার্কেটিং অফিসার খন্দকার সাইফুর রহমান, সেলস ম্যানেজার ইকবাল হোসেন, প্রোডাক্ট ম্যানেজার (আলু) গোলাম মোস্তফা, মেসার্স রায়হান বীজ ভান্ডারের স্বত্বাধিকারী বেলাল শেখ, মেসার্স জিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসলাম হোসেন প্রমুখ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই