জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলাজার হোসেন এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে অপর গ্রুপ পৌর বিএ...
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলাজার হোসেন এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে অপর গ্রুপ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান এবং তাঁর কর্মী সমর্থকরা মশাল জেলা শহরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের প্রধান সড়কে এই মশাল মিছিল করা হয়। এরপর জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান।
সে সময় মতিয়র রহমান বলেন, ' হাসিনা সরকারকে পতনের আন্দোলনে আমারা একসঙ্গে কাজ করেছি। তা সত্ত্বেও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তাঁরা আমাদের বাদ রেখে আগামী শুক্রবার (১ নভেম্বর) যে একতরফা সম্মেলন করতে যাচ্ছেন- তা আমরা প্রতিহত করবো। সেই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আমাদের দাবি, সকলকে নিয়ে কমিটি গঠন করতে হবে। তা না হলে ওই একতরফা কমিটি গঠন করতে দেওয়া হবে না।'
প্রতিবাদ ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী প্রমুখ।
জেলা বিএনপির ১ নম্বর আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, যে অভিযুক্তরা হচ্ছে তা ভিত্তিহীন।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন জানান, যা করা হচ্ছে নিয়ম মেনে। নিয়ম বর্হিভূতভাবে কমিটি করা হচ্ছেনা। তাই স্বেচ্ছাচারিতার প্রশ্নই ওঠেনা। ইচ্ছে করলে সম্মেলনে তাঁরাও অংশগ্রহণ করতে পারবেন।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই