Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে বন্দর অভ্যন্তরে মালামাল লোড-আনল...

 

ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে বন্দর অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিলো। স্বাভাবিক ছিলো চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছেন স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, গতকাল বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হয়। এই উপলক্ষে ভারতে সরকারি ছুটি ছিলো। তাই ভারতহিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place