দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো, "আগামী প্রজন্মকে সক্ষম করি- দূর্যোগ সহনশীল ভবিষ্য...
দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো, "আগামী প্রজন্মকে সক্ষম করি- দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি"।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু সহ অনেকে।
এসময় বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় নিজেদের জীবন রক্ষা সহ সম্পদের ক্ষতি কমাতে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই