দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের সময় শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আক...
দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারের সময় শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আকটকৃতদের বিরল থানায় হস্তান্তর করে বিজিবি।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রাণী রায় (২৮) ও ছেলে দীপ্ত চন্দ্র রায় (০৩), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রম এর ছেলে পাওলিনা হেম্রম (১৪) ও তপু চন্দ্র রায়(১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুর সদর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল মো, আহসান উল ইসলাম পিএসসি।
তিনি জানান, শনিবার মধ্যরাতে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধ ভাবে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন।
খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই