দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। প্রকার ভেদে ২০০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। দে...
দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। প্রকার ভেদে ২০০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। দেশি ও ভারতীয় কাঁচামরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলছেন, ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হিলি সবজি বাজার সরজমিনে গিয়ে জানা যায়, একদিনের ব্যবধানে কাঁচামরিচ দাম কমেছে কেজিতে ৬০ টাকা। গত বুধবার ভারত থেকে আমদানিকৃত যে কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ২০০ টাকা কেজি দরে। একদিন পর বৃহস্পতিবার সকাল থেকে তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি হিসেবে। বাজারে দেশি ও ভারতীয় কাঁচামরিচ আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে এসব কাঁচামরিচের দাম। তবে সাধারণ ক্রেতারা বলছেন, আগে মরিচের যে স্বাভাবিক দাম ছিলো। বর্তমান যদি সেই দামে কিনা যেতো তাহলে আরও ভাল হতো।
হিলি বাজারে সবজি কিনতে আসা খোয়াইব হোসেন বলেন, দুইদিন আগেও আমি ২০০ টাকা কেজি হিসেবে কাঁচামরিচ কিনেছিলাম। আজ তা কিনলাম খুচরা ১৪০ টাকা কেজি হিসেবে। তবে যদি কাঁচামরিচের বাজার আগের মতো হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম।
কাঁচামরিচ ব্যবসায়ী তারেক হোসেন বলেন, বর্তমান বাজারে কাঁচামরিচের দাম অনেকটা কমে গেছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাজারে দেশি কাঁচামরিচও বেশি আমদানি হচ্ছে। যার কারণে দাম কমে যাচ্ছে। আমরা ১৩০ টাকা কেজি পাইকারি কিনে তা ১৪০ টাকা কেজি বিক্রি করছি। আশা করছি দুই একদিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই