Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে ইয়াবাসহ ৫জনকে আটক করলো মহল্লাবাসী

জয়পুরহাটর কালাইয়ে ১০পিস ইয়াবাসহ ৫ মাদক সেবনকারীকে আটক করেছে কালাই থানা পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে পৌরসভার থুপসাড়া মহল্লা থেকে তাদের আটক ...

জয়পুরহাটর কালাইয়ে ১০পিস ইয়াবাসহ ৫ মাদক সেবনকারীকে আটক করেছে কালাই থানা পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে পৌরসভার থুপসাড়া মহল্লা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালাই পৌরসভার কলেজ পাড়া মহল্লার নুরুল ইসলামর ছেলে নাদিম (১৭) কাজীপাড়া মহল্লার সাখাওয়াতের ছেলে সাগর (২০) মুলগ্রাম মহল্লার মৃত সবুজের ছেলে সৈকত (১৫) পাঁচশিরা বাজারের শাহসুলতানের ছেলে বনি (১৭) এবং আহমেদাবাদ ইউনিয়নের বালাইট গ্রামের সাখাওয়াতের ছেলে মোতালেব (২০) ।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী জানান, আটককৃত মাদক সেবনকারীদের সন্দেহ হলে থুপসাড়া মহল্লাবাসীরা ৫জনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাদেরকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে  ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে এবং প্রচলিত মাদকদ্রব্য আইনে রবিবার জয়পুরহাট জেলা আদালতে প্রেরণ করা হয়।

এ টি এম সেলিম সরোয়ার।

 

কোন মন্তব্য নেই

Ads Place