Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

পাঁচবিবিতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা

জয়পুরহাটের পাঁচবিবি শহরে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালনের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ...

জয়পুরহাটের পাঁচবিবি শহরে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালনের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কাজে তাদের সহযোগিতা করেন উপজেলার রোভার স্কাউট সদস্য। শুক্রবার সকাল থেকে পাঁচবিবি বাজারের তিনমাথা, পাঁচমাথা, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও রাখী হোটেল মোড় সহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশিং ও বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করেন তারা। প্রচন্ড রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশপ্রেমিক ছাত্র ও স্কাউটদের এমন কাজ দেখে বাজারের দোকানদার, রাস্তার সকল প্রকার যানবাহনের চালক-যাত্রী ও পথচারীগন তাদের উৎসাহ দিচ্ছেন। সম্পাদক বাংলাদেশ স্কাউট পাঁচবিবি শাখার মোঃ জয়নুল আবেদিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও রোভার স্কাউটের মোট ৫০’জন সদস্য এ কাজ করছেন। শহর পরিস্কার-সংস্কার, বৃক্ষরোপন, মানুষের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও তাদের দমন করা সহ বিভিন্ন সামাজিক কাজ চলমান থাকবে বলেও জানান, তিনি। পাঁচবিবি বণিক সমিতি সভাপতি মোঃ তাইজুল ইসলাম বলেন, দেশ গঠনে ছাত্রদের এমন কাজে আমরাও খুশি। তারা যতদিন এ কাজে নিয়োজিত থাকবে আজকের মত প্রতিদিন দুপুর বেলা তাদের খাবারের ব্যবস্থা আমরা বাজারের সকল দোকানদার মিলে করব।

আব্দুল হাসিব।

 

কোন মন্তব্য নেই

Ads Place