Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য বর্জনের ডাক

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত ও বাঁধের পরিবর্তে বাঁধ নির্মাণের দাবি এবং দাসত্বমূলক সব চুক্তি বাতিল করা...

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত ও বাঁধের পরিবর্তে বাঁধ নির্মাণের দাবি এবং দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন কালাই উপজেলার ছাত্র-শিক্ষক জনতা। এ সময় বন্যার্তদের সহযোগিতার আহ্বান এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তারা।

শনিবার বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই বাসস্ট্যান্ড চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়। এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা 'বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে নারে' 'পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারতভক্তি' 'বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে' ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় মোহাম্মদ আলী জিন্নাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসুপার আবু তাহের মুকুল, সহসুপার ইমতিয়াজ রহমান, অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। শিক্ষার্থী মোঃ শামিম, হাবিবুর রহমান, মোহাইমিনুল সৌরভ, রাতুল ও লিমন।

সমাবেশে কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা বলেন, গ্রীষ্মকালে পানি বন্ধ করে খরার সৃষ্টি করে, অন্যদিকে বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে প্লাবিত করে। সেই দেশ কখনো আমাদের বন্ধু হতে পারে না। এখনই সময় এসেছে ভারতীয় এসব আগ্রাসন রুখে দেওয়ার। এমন কুলাঙ্গার বন্ধু আমাদের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বন্যার্তদের সহযোগিতার আহ্বান জানিয়ে ভারতীয় সব পণ্য বয়কট করতে বলেন। 

আব্দুন নুর নাহিদ।

 

কোন মন্তব্য নেই

Ads Place