'বৈষম্য-বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। দীর্ঘ ১৬ বছর আমাদের স্বাধীনতা ছিলনা। কথা বলার অধিকার ছিলনা।...
'বৈষম্য-বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। দীর্ঘ ১৬ বছর আমাদের স্বাধীনতা ছিলনা। কথা বলার অধিকার ছিলনা। ছিলনা ভোট দেওয়ার অধিকার। মানুষের জান মালের নিরাপত্তা ছিলনা। বিচার বিভাগের স্বাধীনতা ছিলনা। শুধু খুন, ডাকাতি, রাহাজানি আর লুটপাটের রাজনীতি কায়েম করা হয়েছিল এ দেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর ছাত্র এবং জনতারা বুকের তাজা রক্ত দিয়ে সেই হারানো স্বাধীনতা ফিরে দিয়েছে। এজন্য জাতি চিরকাল তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।'
জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি আনিছুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক সহসভাপতি আব্দুল গফুর মণ্ডল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সদস্য এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ বাবু প্রমুখ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই