দিনাজপুরের বিরামপুরে দুই পিকআপ ভ্যানের পাল্লাপালি করে ওভারটেকিং করতে গিয়ে চাপা পড়ে কৃষক হোসেন আলী (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে ...
দিনাজপুরের বিরামপুরে দুই পিকআপ ভ্যানের পাল্লাপালি করে ওভারটেকিং করতে গিয়ে চাপা পড়ে কৃষক হোসেন আলী (৬৫) মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী পৌর শহরের টাটকপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে বের হয়ে মহাসড়কের টাটকপুর নামকস্থানে দাঁড়ি ছিলেন তিনি। এসময় পিছন দিক থেকে দুই পিকআপ ভ্যান পাল্লাপালি করে ওভারটেকিং করতে গিয়ে হোসেন আলীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই