দিনাজপুরের হাকিমপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করায় চার ফার্মেসীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত...
দিনাজপুরের হাকিমপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করায় চার ফার্মেসীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) দুপুরে হিলি হাসপাতাল, চারমথা, সিপি সহ বাজারের বিভিন্ন ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন বলেন, দিনাজপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা সহ আজ আমরা হাকিমপুরের বিভিন্ন ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করি। এসময় চারটি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রির দায়ে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান রয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই