পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে কেজিতে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা। প্রকার ভেদে ৬৫ টাকার পেঁয়াজ বর্তমান বিক্রি...
পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে কেজিতে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা। প্রকার ভেদে ৬৫ টাকার পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এদিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি হিসেবে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ক্রেতা-বিক্রেতারা।
সোমবার (৪ জুন) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। যেটি গত পাঁচ দিন আগে বিক্রি হয়েছিলো ৬৫ টাকা কেজি দরে। আবার ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ব্যবসায়ীরা ৬৫ টাকা কেজি দরে। বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম হওয়ার অজুহাত ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের এসব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছেন সাধারণ ক্রেতারা।
হিলি বাজারে সবজি কিনতে আসা মোতালেব হোসেন বলেন, সামনে কোরবানির ঈদ, প্রচুর পেঁয়াজের প্রয়োজন হবে। তাই ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত এই পেঁয়াজের দাম বাড়িয়েছে। তবে প্রশাসন যদি বাজার মনিটরিং ঠিক মতো করে তাহলে হয় তো অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে ভয় পাবে।
আজাহার আলী বলেন, গত পাঁচ দিন আগে ৬৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই দেশি পেঁয়াজ কিনতে হলো ৮০ টাকা কেজি দরে। স্বল্প সময়ে এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতাদের কি হবে?
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, গত পাঁচ দিন আগে দাম খুচরা বাজার ছিলো ৬৫ টাকা কেজি। পরে তা বৃদ্ধি পেয়ে হয়েছিলো ৭০ টাকা কেজি। আবার গত দুইদিন থেকে আরও ১০ টাকা বৃদ্ধি হয়ে বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বর্তমান বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম হচ্ছে যার কারণে পেঁয়াজের দাম বেড়ে চলছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই