জয়পুরহাটের কালাইয়ে পৌরসভা পর্যায়ে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২...
জয়পুরহাটের কালাইয়ে পৌরসভা পর্যায়ে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ জুন) সকাল ১০টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর খেলায় বালক পর্যায়ে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এ প্রতিযোগিতায় কালাই পৌরসভার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা পর্যায়ে ১১ ছাত্র ও ১১ছাত্রী অংশগ্রহণ করে।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মাসুদ সোহেল, রেজাউল হক, মোশারফ হোসেন, সামিউল হক, মাহমুদুল হাসান, মৌসুমী আক্তার, নাসিমা খাতুন, সেলিনা ডেইজিসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই