জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে আলমপুর ইউনিয়ন পরি...
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে আলমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা, ব্যয় ২ কোটি ৩৮ লক্ষ ৮ হাজার ৪০০ টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ২৮ লক্ষ ১ হাজার ৮০০ টাকা।
সভায় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান।
এছাড়াও বক্তব্য রাখেন, আলমপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) নুরুল ইসলাম, আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
আমানুল্লাহ আমান।
কোন মন্তব্য নেই