Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

তীব্র তাপদহে হাকিমপুরে ৪০০ শিক্ষার্থী পেলো ছাতা

তীব্র তাপদহে রোদ আর বৃষ্টির হাত থেকে বাঁচতে দিনাজপুরের হাকিমপুরে ৪০০ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।  রোববার (২৬ মে) দুপুরে উপজেলার...

তীব্র তাপদহে রোদ আর বৃষ্টির হাত থেকে বাঁচতে দিনাজপুরের হাকিমপুরে ৪০০ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। 

রোববার (২৬ মে) দুপুরে উপজেলার সাতনী রাউতারা জে.এম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, মাদ্রাসার সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু মল্লিক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকেই। 

মাদ্রাসার সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, চলতি তাপদহে দেশের জনজীবন বিপর্যস্ত। সরকার তীব্র গরমে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তীব্র রোদে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে পারে না। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের ছাতা দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ আমরা মাদ্রাসার ৪০০ শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দিয়েছি।

মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, রোদ আর বৃষ্টির কারণে আমাদের মাদ্রাসায় আসতে অনেক কষ্ট হয়। রোদে রাস্তায় চলতে খুবি সমস্যা হয়। আজ আমরা সবাই মাদ্রাসা থেকে ছাতা পেলাম। এখন থেকে মাদ্রাসায় আসতে আর কোন অসুবিধা হবে না। প্রতিদিন সময় মতো আনরা মাদ্রাসায় আসতে পারবো।

এবিষয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, গরমে জনজীবন হাঁসফাঁস। শিক্ষার্থীরা গরমে ঠিক মতো শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে না। শিক্ষার্থীদের কথা ভেবে এই মাদ্রাসার শিক্ষক এবং কমিটির সভাপতি যে উদ্যোগ নিয়েছে, এটা আসলেই প্রশংসনীয়, আমি তাদের সাধুবাদ জানায়। এটা হাকিমপুরে এই প্রথম উদ্যোগ। আশা করি এই উদ্যোগ দেখে অন্যান্য স্কুল, কলেজ ও মাদ্রাসার কর্তৃপক্ষরাও উদ্যোগ গ্রহণ করবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place