জয়পুরহাটের কালাইয়ে দুই পৌরসভার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে কালাই পৌরসভার আয়োজনে কালাই সরকারি ময়েন উদ্দিন স...
জয়পুরহাটের কালাইয়ে দুই পৌরসভার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে কালাই পৌরসভার আয়োজনে কালাই সরকারি ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে কালাই পৌরসভা একাদশ ও ক্ষেতলাল পৌরসভা একাদশ অংশগ্রহণ করে। খেলার সময় শেষে অতিরিক্ত মিনিটের খেলায় ক্ষেতলাল পৌরসভা একাদশ ৩-২ গোলে কালাই পৌরসভা একাদশকে পরাজিত করে।
খেলা দেখতে আসা দর্শক তৌহিদুল ইসলাম ও আব্দুল আজিজ জানান, ফুলবল খেলা দেখতে মাঠে আসছি। দুই পৌরসভার একসাথে ফুটবল খেলা দেখলাম। অনেক ভালো লেগেছে, খেলাটা উপভোগ করেছি।
ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম সরদার আয়োজকসহ প্রীতি ফুটবল ম্যাচের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। একমাত্র খেলাধুলায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে।
কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা বলেন, পাশাপাশি কালাই ও ক্ষেতলাল পৌরসভা। দুই পৌরসভার সম্পর্ক উন্নয়নের জন্য এ প্রীতি ম্যাচের আয়োজন করেছি। সময় সুযোগ হলেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।
দুই দলের খেলোয়াড়েরা ক্ষেতলাল পৌরসভায় শীঘ্রই আরেকটি প্রীতি ম্যাচ খেলবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই