জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে তামিম ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার বানিহ...
জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে তামিম ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার বানিহারা গ্রামের তারেক রহমান এর ছেলে।
প্রতিবেশীরা জানায়, শিশু তামিম এর বাবা- মা বাড়িতে কাজ করছিলো। টিপটিপ বৃষ্টিতে শিশুটি বাড়ির বাহিরে গেলে খেয়াল করেনি তারা। কাজ শেষে শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তার বাড়ির সামনে বড় পুকুরে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই